চীফ রিপোর্টার: আশরাফুল সিকদার।
প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে গণপরিবহণ বন্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু বাধা মানছে না কেউ। দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে বাড়ী ফিরছে মানুষ। গণপরিবহন না থাকায় বাড়ী ফিরতে অনেকেই আবার বিভিন্ন কৌশল বেছে নিচ্ছে। জনগণের এমন অবাধ যাত্রা ঠেকাতে ব্যার্থ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাই কঠোর নজরদারিতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস প্রতিরোধে দিনব্যাপী অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ। সকাল হতে মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়, বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন নির্মাণাধীন আন্ডার পাস এর সামনে এই অভিযান চালায়।
এসময় বিভিন্ন যানবাহন থামিয়ে পুলিশ তল্লাশি করেন। এ সময় অ্যাম্বুলেন্স সহ বেশকিছু প্রাইভেটকার, পিকআপ ও কভার ভ্যানে করে যাত্রী পরিবহণ কালে তাদের আটক করা হয়। জানাযায় পুলিশের কড়া নজরদারি ফাকি দিতে এসব যানবাহন দিয়ে যাত্রী বহন করা হচ্ছিল। হাইওয়ে পুলিশ জানান নিষেধাজ্ঞা অমান্য করে মানুষ হনহন করে গ্রামের বাড়িতে যাচ্ছে।
সালনা হাইওয়ে থানার এস আই আকরাম জানান, করনা ভাইরাস প্রতিরোধে সকল পণ্যবাহী গাড়ি ছাড়া সকল যানবাহন বন্ধ কিন্তু জনগন থামছে না। বিভিন্ন কৌশলে তারা ছুটছে বাড়ীর দিকে। জনগণকে ঠেকাতে আমরা এই অভিযান চালাচ্ছি। গতকাল রবিবার প্রায় ২০০ যানবাহন আটক করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।