করোনাভাইরাসের মধ্যেই খোঁজ মিলল ‘ দ্বিতীয় পৃথিবী’র’

করোনাভাইরাসের মধ্যেই খোঁজ মিলল ‘ দ্বিতীয় পৃথিবী’র’

বিশ্ব লড়াই করছে মহামারীর বিরুদ্ধে । কিন্তু থেমে নেই বিজ্ঞান । নাসা বলছে , অবশেষে নাকি খোঁজ মিলেছে দ্বিতীয় পৃথিবীর । আকারে একেবারে পৃথিবীর মতোই । নাসার কেপলার স্পেস টেলিস্কোপ থেকে এই তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা । আর সেখানেই খোঁজ মিলেছে এই গ্রহের । মহাকাশবিদরা জানাচ্ছেন , এই গ্রহে নাকি রয়েছে হ্যাবিটেবল জোন । হ্যাবিটেবল জোন হল পাথুরে গ্রহের সেই অংশ যেখানে জল ধারণের ক্ষমতা রয়েছে ।

পৃথিবী থেকে ৩০০ আলোকবর্ষ দূরে রয়েছে ওই গ্রহ । নাসার কেপলার টেলিস্কোপের সাহায্যে যে সব গ্রহের অবস্থান এখন ও পর্যন্ত জানা সম্ভব হয়েছে তার মধ্যে পৃথিবীর সঙ্গে সব থেকে বেশি মিল রয়েছে এই গ্রহটির ।

গ্রহটির নামকরণ করা হয়েছে । এটি পৃথিবীর থেকে মাত্র ১.০৬ গুন বড় । পৃথিবীতে যতটা সূর্যের আলো পৌঁছায় , নতুন এই গ্রহে তার নক্ষত্র থেকে সেই আলোর ৭৫ ভাগ আলো পৌঁছায় । অর্থাৎ বিজ্ঞানীদের অনুমান তাপমাত্রা ও কাছাকাছি ।

২০১৮ সালে কাজ শেষ করেছে কেপলার টেলিস্কোপ । আর ও নিখুঁত ভাবে বলতে গেলে ২০১৩ সালের পর থেকে মহাকাশ থেকে আর কোন ও তথ্য নিয়ে আসিনি এই টেলিস্কোপ । ২০২০ সালে সামনে এলো এই নতুন গ্রহ ?

নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন , এর আগে ও দেখা গিয়েছিল এই ছবি কিন্তু সেখানে গ্রহটি চিহ্নিত করণের ক্ষেত্রে সন্দেহ ছিল বিজ্ঞানীদের । এরপর ফের খতিয়ে দেখা হয় । তখনই বিজ্ঞানীরা নিশ্চিত হন যে , এটি আসলে একটি গ্রহ ।

নাসার সায়েন্স মিশনের ডিরেক্টরেট অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর থমাস জারবিউকেন বলেন , এই আবিষ্কারে আসা যাচ্ছে যে তারাদের ভিড়ে লুকিয়ে আছে এক দ্বিতীয় পৃথিবী ।

গত জানুয়ারিতে , মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় ইন্টার্নশিপ করতে আসা ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী পৃথিবী থেকে বহুদূরের এমন এক গ্রহের খোঁজ দিয়েছে , যে দুটি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে । নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট ( টিইএসএস ) মিশনে শিক্ষানবিশি করতে এসে উলফ কুকিয়ার নামের ওই শিক্ষার্থী এই গ্রহটি আবিষ্কার করেন বলে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানা যায় । মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার এ টিইএসএস মিশন আমাদের সৌরজগতের বাইরের অনেক গ্রহের খোঁজ দিতে ভূমিকা রেখেছে ।

তাদের সর্ব সাম্প্রতিক আবিষ্কারের কৃতিত্বে ভাগ বসিয়েছে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে শিক্ষানবিশি করতে আসা কুকিয়ার‌।

সূত্র

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!