শামীম হোসাইন, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর মতলব উত্তরে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়ের ছাত্রী শারমিন আক্তার কাকলী হত্যার প্রধান খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই সঙ্গে ছাত্রীর বিচ্ছিন্ন মাথা এবং ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে,
মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা এই হত্যা মামলায় সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত ২৮ মার্চ সকালে শারমিন আক্তারকে তার মোবাইলে কল দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার পুরনো প্রেমিক ও বন্ধু সাইফ উদ্দিন। মহামারি করোনা ভাইরাস ১৯ এর কারনে সরকারের নির্দেশ অনুযায়ী অক্সফোর্ড একাডেমী বন্ধ ঘোষণা করে দেওয়া হয়, এই সুযোগে অক্সফোর্ড একাডেমিতে উত পেতে আগে থেকেই প্লান করে অবস্থান করছিল কাকলীর ভালবাসার নতুন প্রেমিক।
তারা দুজনে মিলে চুরান্ত সিদ্ধান্তে নিয়ে কাকলীর গলা কেটে মস্তক আলাদা করে হত্যা করে মিস কাকলী আক্তারকে।
পরে কাকলীর দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটা প্রায় ১১শ গজ দুরের বাজার সংলগ্ন তৃপ্তি হোটেলের পিছনে একটি ডোবা খালে ফেলে দেয়।
পুলিশ আরও জানায়, শারমিন আক্তার কাকলীর ব্যবহৃত মুঠোফোনের সুত্র ধরেই তার সহপাঠী সাইফ উদ্দিনকে অন্য এলাকা থেকে আটক করে পুলিশ। এবং ঘাতকের দেখিয়ে দেওয়া অই স্থান থেকে কাকলীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে থানা পুলিশ।
চাঁদপুর মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণ এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় মতলব উত্তর থানা প্রশাসনের কাছে।