সাইমুন নিয়াত,শরণখোলা (বাগেরহাট)
শরণখোলায় গোপালগঞ্জ থেকে পেশাগত কাজে আসা তিনটি বেঁদে পরিবারের ১০ সদস্য লকডাউনে আটকে পড়ে মানবেতর জীবন- যাপন করছেন। গত প্রায় একমাস ধরে তারা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা গ্রামের বাস স্টান্ড সংলগ্ন বালু মাঠের পিছনে একটি পতিত জমিনে অনাহারে অর্ধাহারে মানবেতর অবস্থায় জীবনযাপন করেছেন।পেশাগত কাজে তারা বাসার বাহিরে বের হলে এলাকাবাসী তাদের তাড়িয়ে দেয়। অনেকে মারধর করতে চায়। অথচ কেউ তাদের জন্য একমুঠো খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসেনা। স্থানীয় ইউপি মেম্বরদের কাছে খাদ্য সহায়তার জন্য গেলে তারা অপারগতা প্রকাশ করেন।গত ৪/৫ দিন আগে পার্শ্ববর্তি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন আটকে পড়া ওই পরিবারের সদস্যদের মাঝে তিনটি খাদ্য সহায়তার প্যাকেট বিতরন করেন বলে জানান পরিবারের সদস্যরা।পরবর্তীতে শরণখোলার রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের কাছে তথ্য পেয়ে শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন সেখানে উপস্থিত হয়ে তিন পরিবারের ১০ সদস্যর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা রঞ্জিত সরকার। সহায়তা পেয়ে বেঁদে পরিবারের সদস্যরা অনেক খুশী হলেন।গত একমাস ধরে বেঁদেরা করোনার লকডাউনে কর্মহীন হয়ে ঘরে বসে আছেন।