প্লাজমা দান করলেন কুমিল্লা জেলা পুলিশের ২৭ করোনাজয়ী

 

 

রাব্বি হাসান,

নিজস্ব প্রতিবেদকঃ

 

করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন। এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলা পুলিশের ২৭ জন করোনা জয়ী এন্টিবডি পজেটিভ পাওয়া সদস্য বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করেছে।

 

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে এসব পুলিশ সদস্যরা প্লাজমা ডোনেট করতে কুমিল্লা পুলিশ লাইন থেকে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে গেছেন। এ উপলক্ষে কুমিল্লা পুলিশ লাইনস-এ অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময়ে করোনা জয়ী এবং করোনায় আক্রান্ত পুলিশ সদস্যসহ করোনা আক্রান্তদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে জানানো হয় করোনা দুর্যোগে দায়িত্ব পালন করতে গিয়ে জেলা পুলিশের ১৮৬ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

 

এদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। প্লাজমা দানকারীদের রক্ত করোনায় আক্রান্ত মুমূর্ষুদের প্রাণ বাঁচাতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!