সামাজিক সংগঠন স্বপ্নের সোনারগাঁয়ের সাথে এমপি খোকার মতবিনিময় ও মাস্ক প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে যখন বিপন্ন জনজীবন, সেই সময়ে বিপন্ন মানুষদের সেবায় এগিয়ে এসেছে দেশের বহু সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সংগঠনের সক্রীয় স্বেচ্ছাসেবক ও সমাজকর্মীরা।
সারাদেশের ন্যায় সোনারগাঁ উপজেলাতেও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মাঠ পর্যায়ে থেকে তাদের সেবামূলক কর্মকান্ডগুলো জনকল্যানে পরিচালনা করে আসছে।
তারই ধারাবিকতায় সোনারগাঁ ভিত্তিক সামাজিক সংগঠন স্বপ্নের সোনারগাঁ এর সমাজকর্মীরাও করে যাচ্ছে জনহিতকর কর্মকান্ড।
আজ ১৭ই জুলাই শুক্রবার নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ জনাব লিয়াকত হোসেন খোকা -র সাথে সামাজিক এ সংগঠনটি সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনা মূলক পরামর্শ নিতে আসলে সাংসদ লিয়াকত হোসেন খোকা দীর্ঘক্ষণ সময় নিয়ে তাদের সাথে মত বিনিময় ও পরামর্শ প্রদান করেন।
এ সময় তিনি স্বপ্নের সোনারগাঁ এর উত্তোরোত্তর সাফল্য সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে, সংগঠনটি সোনারগাঁয়ের মানুষের জীবন-মান ও প্রান্তিক জনগোষ্ঠির সেবায় সর্বোচ্চ উৎকর্ষ সাধন করবে বলে আশা ব্যক্তয় করেন।
সুখী ও সমৃদ্ধশালী সোনারগাঁ গড়ার প্রত্যয়ে স্বপ্নের সোনারগাঁ কাজ করে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এরপর সংগঠনের সদস্যদের মাঝে বহুসংখ্যক KN-95 মাস্ক প্রদান করেন।
এ সময় স্বপ্নের সোনারগাঁয়ের প্রশাসক হিতাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।