জেলহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় ৪ নেতার প্রতি মোহাম্মদ আলী হায়দারের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

মেহেদী হাসান হৃদয়ঃ
৩রা নভেম্বর স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর জাতীয় ৪ নেতার মৃত্যুবার্ষিকী ও জেলহত্যা দিবস উপলক্ষ্যে তাদেরকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সনমান্দী আবেদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী হায়দার।

এ বিষয়ে তিনি এক বিবৃতিতে জানান ‘৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানকে। তাঁরা যেমন ছিলেন নির্ভীক, তেমন ছিলেন সৎ, ঠিক তেমনই দুরদৃষ্টি সম্পন্ন।

এই কলঙ্কিত হত্যাকান্ডই প্রমাণ করে যে, বঙ্গবন্ধু হত্যাকান্ড ছিল বাংলাদেশের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। কারণ, বঙ্গবন্ধু হত্যাকারীরা ঠিকই জানত, এই চারজন যদি বেঁচে থাকেন, তবে ঠিকই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে, যেমন তারা নেতৃত্ব দিয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। আমি জাতীয় ৪ নেতার আত্মার মাগফিরাত কামনা করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!