মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুষার কে অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় সংসদ।
দুই দলের প্রার্থী থাকা স্বত্ত্বেও পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষনা দেন তিনি। গত ২৬ অক্টোবর মেয়রের জনসভাতেও স্বশরীরে লোকজন নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং তিনি মেয়রের পক্ষে বক্তব্য রাখেন। তিনি বলেন যে প্রতীক যাই হোক আমি মেয়রের পক্ষে কাজ করে যাব।
সে গতবারের পৌরনির্বাচনও মেয়র ফয়সাল বিপ্লবের পক্ষে কাজ করেছিল।এর সত্যতা শহরের সবাই জানেন। অথচ শফিকুল হাসান তুষার নিজে দলীয় আদর্শ বিসর্জন দিয়ে ছাত্রদলকে কলঙ্কিত করেছেন এখন সে কলঙ্গকের দায়ভার আমার উপরেও চাপাতে এই মিথ্যা বলছে। যার কারনে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত নেন। কেন্দ্রীয় সংসদের এরকম সিদ্ধান্তে খুশি হয়েছেন তৃণমূল ছাত্রদলের নেতারা
যা মুন্সিগন্জ জেলা ছাত্রদলের উপর প্রভাব পরে।
কেন্দ্রীয় সংসদ কে এই ব্যাপারে অবগত করলে তারা সুষ্ঠু তদন্ত করে শফিকুল ইসলাম তুষারকে অব্যাহতি দেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হুমায়ূন আহমেদ। হুমায়ুন আহমেদকে ছাত্রদলের সাধারন সম্পাদক বানানোর জন্য কেন্দ্রীয় সংসদকে অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সানভীর সরকার রিফাত।