ভোলার লালমোহনে ‘স’ মিলে রাখা গাছের নিচে চাপা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু।
মো. সাইফুল ইসলাম#ভোলা: লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার এলাকার মাসুদ হাওলাদারের ‘স’ মিলে রাখা গাছের নিচে চাপা পড়ে মোঃ শামীম(১০) নামের এক স্কুল ছাত্রের মৃত্যর খবর পাওয়া গেছে।গত বুধবার (২৪ অক্টোবর) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।জানা গেছে, হরিগঞ্জ বাজারে কোচিংয়ে পড়তে আসা লেঙ্গুটিয়া গ্রামের ৬নং ওয়ার্ডের আনিচ বেপারি বাড়ির শ্রবণ ও বাক প্রতিবন্ধী ফজলুর ছেলে মোঃ শামীম(১০) ‘স’ মিলে স্তুপ করে রাখা খন্ড গাছের উপর বসে। এক পর্যায়ে গাছের খন্ডসহ উল্টে গাছের নিচে চাপা পড়ে যায়শিামিম।অপর এক সুত্র জানায়, খেলা করার সময় স্তুপ করে রাখা গাছের গন্ডি উল্টে পড়ে বাচ্চাটি নিচে চাপা পড়ে। ছেলেটির হৃদয় বিদারক চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে বের লালমোহন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি লালমোহন থানায় জানালে অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, এসআই মাহবুব হাসপাতালে আসেন।নিহত শামীম পুজাখলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। গরীব অসহায় পরিবার ও আত্মীয় স্বজন থানা থেকে না দাবি দিয়ে লাশ নিয়ে যাওয়া হয় এবং পোস্টমর্টেম ছাড়াই দাফন করা হয়।এ মৃত্যু নিয়ে জনমনে ক্ষোভ হতাশা ও চাঞ্চল্য বিরাজ করছে।