নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা কাঁচপুরে একটি মিশুক গাড়ির গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এসময় ২টি রিকশা ও ব্যাটারি চালিত ১২টি মিশুক গাড়ি পুড়ে গেছে।
শুক্রবার(১৮ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টায় কাঁচপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এঘটনায় ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, রাত দেড়টায় গ্যারেজের পিছনে গ্যাস লাইজারে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততোক্ষণে বৈদ্যুতিক তারে আগুন লেগে দ্রুত গ্যারেজে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে করে।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ওসমান গনি জানান, আমরা ১টা ৫০ মিনিটে ঘটনাস্থালে পৌঁছে ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।