আজ ১লা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইংরেজী নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলসহ দেশবাসীকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ও ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ছাত্রনেতা করিম রহমান। তিনি বলেন- ১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে।এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের সাবেক সব নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীকে আমি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শুভেচ্ছা বার্তায় করিম রহমান আরোও বলেন- নতুন বছর সবার জীবনের সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিবে এবং বয়ে আনবে অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। ২০২১ সালে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেশের জন্য আরও অর্জন ও সাফল্যের বছর হয়ে ওঠবে। তিনি বলেন- বাংলাদেশে দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় গণতন্ত্রকে বিপন্ন করা হয়েছে। বাংলাদেশসহ বিশ্বময় সংঘাত আর অশান্তির ঘটনা প্রবাহে নতুন বছরটিকে গণতন্ত্র, শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আর এ জন্য আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সজীব এর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। তিনি বলেন- বাংলাদেশে অজস্র রক্তঋণে অর্জিত গণতন্ত্র অপহৃত হয়েছে। গণবিরোধী শক্তি জনগণের সকল অধিকারকে বন্দি করে রেখেছে। এমতাবস্থায় সকল গণতান্ত্রিক শক্তির মিলিত সংগ্রামে বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারাবিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ণ, নির্যাতন। “হ্যাপি নিউ ইয়ার” শুভ হউক ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী”।