আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চালু করার জন্য মানববন্ধন করেন ফুলবাড়িয়া উপজেলা সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন এর নেতৃবৃন্দ।
রবিবার দুপুর ১২ টায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ফুলবাড়িয়া মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল লতিফ, সাধারণত সম্পাদক সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আল-আমীন বলেন গণপরিবহন চালু করার ব্যবস্হা করতে হবে, পরিবহন শ্রমিকদের সরকারি আর্থিক অনুদান দিতে হবে, ১০ কেজি চাউল ও এমএস শ্রমিকদের আওতায় আনতে হবে।
তারা বলেন করোনা ভাইরাসে দীর্ঘদিন যাবত পরিবহন বন্ধ থাকায় শ্রমিক ভাইয়েরা বউ বাচ্চা পরিবার নিয়ে কষ্টে জীবন যাপন করছে। তারা সরকারি কোন অনুদান এখন পর্যন্ত পাইনি। সামনে ঈদ ছেলে মেয়েদের জন্য নতুন পোশাক কিনতে হবে। আমরা তো আর সরকারি চাকুরী করি না আমাদের গাড়ি চালিয়ে জীবন যাপন করতে হয়। সরকারের কাছে আমাদের পরিবহন শ্রমিকদের একটাই দাবি আমরা সরকারি সকল আদেশ ও স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চালু করার ব্যবস্হা করে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি উজ্জ্বল মিয়া, সহসভাপতি বাদশা মিয়া সহ অন্যান্য পরিবহন শ্রমিকবৃন্দ।মানববন্ধন শেষে জেলা প্রশাসক ময়মনসিংহ বরাবর স্মারকলিপি ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রদান করা হয়।