সুমনা আক্তারঃ অাসছে পবিত্র ঈদুল ফিতর, ঈদের খুশি সবার মাঝে ভাগ করে নিতে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো সমাজের অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে। এরই মাঝে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা ভিত্তিক সামাজিক সংগঠন স্বপ্নের সোনারগাঁ এভাবেই পাশে দাড়িয়েছে শতাধিক পরিবারের।
স্বপ্নের সোনারগাঁ এর সমাজকর্মীদের প্রচেষ্টা অনেকটা সফল, এই ঈদে ১০৯ টি পরিবারের পাশে দাড়িয়েছে স্বপ্নের সোনারগাঁ। করোনা ভাইরাসের কারনে চলমান লকডাউন এ অনেকেই বেকার বা অনেকেই হয়তো খুব ই কষ্টে দিন যাপন করছে। তবে এত কিছুর মধ্যেও ঈদের খুশি যাতে হারিয়ে না যায় তাই সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের পাশে দাড়ানোর এই প্রচেষ্টা।
জানা গেছে সোমবার (১০মে) সন্ধ্যার অাগে থেকেই গভীর রাত পর্যন্ত তাদের সমাজকর্মীরা স্বপ্নের সোনারগাঁ এর পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে ঈদ উপহার পৌছে দিয়েছে।