সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁয়ের নেয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান এর নিজস্ব অর্থায়নে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে ১০০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ১১ মে মঙ্গলবার সকালে তার নিজ বাড়িতে। এ সময় তিনি কর্মীদের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।
এ সময় চেয়ারম্যান ইউসুফ দেওয়ান জানায় মহান আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন যেন সাধারণ মানুষের সেবা করে যেতে পারি ও তাদের পাশে সব সময় থাকবে পারি। মহামারী করোনার ২য় ঢেউয়ের ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে এসে দাড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নিদের্শনা অনুযায়ী পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে নিজস্ব অর্থায়নে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ খাদ্য সামগ্রী, মাস্ক ও সাবান বিতরণ করে যাচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বর্তমানে এই মহাদুর্যোগে ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সরকারের দেওয়া বিধি নিদের্শনা গুলো ও সামাজিক দুরত্ব মেনে চলব তাই করোনা মোকাবেলার জন্য যার যার অবস্থান থেকে নিজেকে সর্তক রাখবো ও ঈদ পালন করব, এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও এলাকার গণ্যমান ব্যাক্তিবর্গরা।