স্প্যানিশ লিগে দুর্দান্ত শুরু করেও মৌসুমের মাঝামাঝি সময়ে খেই হারিয়ে ফেলা রোজ ব্লাংকোসরা আজ আর ভুল করেনি। ঘরের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত অসাধারণ কামব্যাকে ২-১ গোলের জয়ে দীর্ঘ সাত বছর পর লা লিগার শিরোপা ঘরে তুলল দিয়েগো সিমেওনির দল।
শেষ রাউন্ডে আজ কোচ জিনেদিন জিদানের দলকে শুধু জিতলেই হত না, শিরোপা ধরে রাখতে একই সঙ্গে তাকিয়ে থাকতে হত দিয়েগো সিমেওনির দলের হারের দিকে।
অন্যদিকে শেষ রাউন্ড পর্যন্ত আশা দেখিয়ে শুরুতে পিছিয়ে পড়ে নাটকীয়ভাবে ভিয়ারিয়ালেকে ২-১ গোলে হারিয়েও শিরোপা ধরে রাখতে পারেনি প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। লা লিগা শিরোপা হারিয়ে ২০০৯-১০ মৌসুম পর এবারই প্রথম কোন শিরোপা ছাড়াই মৌসুম
শেষ করল রিয়াল মাদ্রিদ। হ্যাট্রিক চ্যাম্পিয়নস লিগ জয়ী জিনেদিন জিদানও রিয়াল মাদ্রিদের কোচিং ক্যারিয়ারে প্রথমবার কোন শিরোপা না জিতে সন্তুষ্ট থাকতে হল।
সবমিলিয়ে এটি অ্যাথলেটিকো মাদ্রিদের ১১তম লা লিগা শিরোপা।