আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের খামার বাসা গ্রামের মৃতঃ মেহন আলীর স্ত্রী শত বছর বয়সী বৃদ্ধা বিধবা জাহেরা খাতুন একটি ঘরের জন্য খুব দুঃক কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। তিনি বলেন, আমার স্বামী আজ থেকে ১৫-১৭ বছর আগে মৃত্যু বরণ করেন। স্বামী মরার শোক কাটতে না কাটতে আমার ছেলে মৃত্যু বরণ করে।
স্বামী সন্তান হারানোর পর আমার আয় রোজগারের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ভিক্ষা বৃত্তি করে আমার এতিম ৩ জন নাতি নাতনী নিয়ে কোনরকম কষ্টের মধ্যে দিন কাটছে। আমার মাটির দেয়ালের ঘর এক সাইড ভেঙ্গে পরায়, আমার এই কষ্ট দেখে এলাকাবাসীগণের সহায়তায় কম্বল দিয়ে কোনরকম থাকার ব্যবস্থা করে দেন।
এমতাবস্থায় ১০০শত বছর বয়সী বৃদ্ধা বিধবা মহিলা জাহেরা খাতুন কান্না বিজরীত কন্ঠে আক্ষেপ করে বলেন “বাবা যদি আপনেরা আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিতাইন” তাইলে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে তুমাগর লাইগ্গ্য দোয়া করতাম”।
জাহেরা খাতুন সমাজের বিত্তশালীদের এবং স্থানীয় ইউপি ও উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের কাছে একটি ঘর পাওয়ার দাবী করেন। স্থানীয় এলাকাবাসী জানান, জাহেরা খাতুন দীর্ঘ দিন ধরে অসহায় ও দরিদ্র থাকায় কোন ভাবেই ঘর নির্মাণ করতে পারছে না। এ পরিস্থিতিতে একটি ঘর পাওয়ার জন্য এলাকাবাসী সমাজের বিত্তশালী ও ধোবাউড়া প্রশাসনের কাছে দাবি জানান।
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটির পক্ষে ধোবাউরা উপজেলা কমিটির সদস্যগণ সরেজমিনে উপস্থিত হয়ে প্রতিবেদন করেন।